সাতক্ষীরায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার


289 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
মে ১২, ২০২৩ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

সাতক্ষীরা কলারোয়া সীমান্তের কাঁদপুর এলাকা থেকে ২০০ মিলি এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদকসহ সাহেব আলী (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করছে কলারোয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা কলারোয়া কাঁদপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৪টি (বতল) ৫০ মিলি গ্রামের এসএসডি মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাহেব আলী সাতক্ষীরা কলারোয় উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া থানার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে সাহেব আলীর বাড়িতে ভারতীয় ভয়ঙ্কর মাদক এলএসডি আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব মন্ডল ও এসআই এসএম ইসমাইল হোসেনের নেতৃত্বে কলারোয়া থানার একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আসামী সাহেব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বেডরুমের বিছানার নিচ থেকে ৫০ মিলি গ্রামের ৪ বতল এলএসডি মাদক উদ্ধার করে। যার আনুমাকি মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা। পরে আসামী সাহেব আলীর বিরুদ্ধে কলারোয়া থানা নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। যার মামলা নং-১৫। আজ শুক্রবার দুপুরে আসামীকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক মামলাসহ কলারোয়া থানায় ৬টি মামলা রয়েছে।

#