
ইব্রাহিম খলিল ::
নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে সাতক্ষীরার দেবহাটায় ৩৪ জন নারীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে দেবহাটার সখিপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে জনৈক মহিউদ্দিন মিস্ত্রির বাড়িতে এই বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাদের আটক করে আনে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল জানান তাদের আটক করা হলেও যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক মহিউদ্দিন মিস্ত্রি , তার স্ত্রী জেবুন্নেসা, জোহরা খাতুন, মানু বিবি, শাহেদা খানম, ও তাসলিমা খাতুন। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছিল বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ শহর জামায়াতের আমির নাসিরউদ্দিনসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে ।
##