
কাজী জাহিদ আহম্মেদ :
সাতক্ষীরায় চার দিনব্যাপী আয়কর মেলা-১৫ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষনা করেন।
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৩ আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক প্রমুখ।
বক্তারা দেশের উন্নয়নে সকলকে আয়কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
মেলায় ৬টি স্টলে আয়কর প্রদানে অনলাইন সেবা, বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে তথ্য প্রদান এবং সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক সরাসরি আয়কর গ্রহণ করছে। মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।