
এস,কে হাসান:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে যাত্রার নামে অশ্লীল নৃত্যসহ নানা অভিযোগে যাত্রানুষ্ঠানে পুলিশ অভিযান চালিয়ে কমিটির সদস্যসহ ১৬ জন যাত্রা শিল্পীকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে এ অভিযান চালান হয়।
খাজরায় যশোর থেকে আগত দি নিউ চ্যালেঞ্জার অপেরার শিল্পীরা যাত্রানুষ্ঠান করে আসছিল। প্রথম দিন ঝড়োবৃষ্টির কারণে অনুষ্ঠান হয়নি। রবিবার ১ম নাইটে অশ্লীল নৃত্য করা হলে বিষয়টি এসপির অবগত হন। সোমবার রাত ১১ টার পরে ২য় নাইটে যাত্রানুষ্ঠান শুরু হলে আবারও অশ্লীল নৃত্যসহ নানা শালীনতা বর্জিত উপস্থাপনা অব্যাহত থাকে। অনুমান রাত্র সাড়ে ১২ টার দিকে এসপি মহোদয়ের নেতৃত্বে পুরুষ-মহিলা সমন্বয়ে বিশাল পুলিশ দল নিয়ে যাত্রাস্থলে অভিযান চালান হয়। এসময় দর্শক-শ্রোতাসহ শিল্পীদের মধ্যে হুলুস্থল লেগে যায়। পুলিশ সুনিয়ন্ত্রিত অভিযানে যাত্রানুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য কাপসন্ডা গ্রামের আলিম উদ্দিন মোড়লের পুত্র আরিফ বিল্লাহ ওরফে আরব, আমিন উদ্দিনের পুত্র খোকা বাবু, দরগাহপুর গ্রামের মৃতঃ শেখ নকিম উদ্দিনের পুত্র শেখ ভরন উদ্দিন, যাত্রা শিল্পী গোপালগঞ্জের সুধীর সেনের পুত্র লক্ষণ সেন, লক্ষণ সেনের কন্যা ঝিনুক, কেশবলাল মজুমদারের কন্যা মিরা, রানা মন্ডলের কন্যা মুক্তা, চা-নবাবগঞ্জের ফুলজানের কন্যা সুইট ববি, ডুমুরিয়ার রাখাল মন্ডলের কন্যা রতœা, যশোরের বিনয় ভট্টাচায্যের কন্যা ডল, জাহিদ হাসানের কন্যা তৃষা, সাইদাবাদের মৃতঃ জহুর আলির কন্যা সেতু, কুমিল্লার কাজী জারু মিয়ার কন্যা তাছলিমা, নোয়াখালীর বেলাল হোসেনের কন্যা সোনালী ও নড়াইলের গৌর বিশ্বাসের কন্যা বাসন্তী দেবীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এসময় এএসপি (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসনে, ওসি আশাশুনি আসাদুজ্জামান মুন্সি এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেম বাদী হয়ে ৯৪ জনকে আসামী করে অশ্লীল নৃত্য, বে-আইনী জনতাবদ্ধে পুলিশকে কর্তব্য-কর্মে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের গতকালে (মঙ্গলবার) আদালতে প্রেরন করা হয়েছে।