
এস কে হাসান ঃ আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর দ্বিতীয় দিনে প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। (শনিবার) সকাল ১০ টায় আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মেলা উপলক্ষে স্টল স্থাপন, মিনা কার্টুন প্রদর্শনী, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ১৩ টি প্রাথমিক বিদ্যালয় পৃথক ১৩টি স্টল স্থাপন করে। স্টলে বিভিন্ন
শিক্ষা উপকরণ, হস্তশিল্প, চিকিৎসা সামগ্রী, পোষ্টার, বই, খেলনা সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। প্রদর্শনকৃত সমাগ্রী সম্পর্কে ধারনা প্রদানের ব্যবস্থা করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ
গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি সকল স্টল ঘুরে ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উপজেলা শিক্ষা
অফিসার (ভারপ্রাপ্ত) মুনীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, সভাপতি জি এম মুজিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, শাহজাহান আলি, মাছরুরা খাতুন, ইদ্রিস আলি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।