
শেখ আসাদুজ্জামান মুকুল :
সাতক্ষীরা-আশাশুনি সড়কের (সাতক্ষীরা সদর উপজেলার ) কোমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী বিদ্যুতের খুঁটিতে আঘাতহানে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন বাসযাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানায়, আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস কোমরপুর এলাকায় পৌছালে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে বাসটি পাশ্ববর্তী বিদ্যুতের খুঁটিতে গিয়ে জোরে ধাক্কা খায়। এতে ওই বাসের ১০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত বাসটি কোমরপুর দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল।