সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


928 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০১৮ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার সম্পাদক শেখ হারুন উর রশিদ, আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, অর্থ সম্পাদক মো. আবু দাউদ, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, আহছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স’র তত্বাবধায়ক আবু সোয়েব এবেল, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, প্রভাষক মাওলানা নাসির উদ্দিন, সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা আব্দুল হামিদ আজাদী। বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. শহিদুল্লাহ।
##