
আব্দুর রহমান :
সাতক্ষীরায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদ্যাপন উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) দিনব্যাপি সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা আহছানিয়া মিশনের আয়োজনে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সভাপতি ও জেলা প্রশাসক নাজমুল আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ আব্দুর রউফ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তণ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সদস্য সচিব কৃষিবিদ আজাদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মজিদ, উপাধ্যক্ষ আব্দুল হামিদ আজাদী, খুলনা বেতারের ইসলামী সঙ্গীত শিল্পী বি.এম নজরুল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের এডহক কমিটির সদস্য আলহাজ্ব শেখ মামুনার রশীদ, আলহাজ্জ আব্দুল হামিদ, জি.এম মাহাবুবর রহমান, আবুল কালাম, আব্দুর রহমান প্রমুখ।
এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক মনিরুল ইসলাম, রেজাউল করিম, আনারুল ইসলামৃ, নুর আহমদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।