সাতক্ষীরায় বিদ্যুতের আবাসিক প্রকৌশলী খালিদ দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ


618 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় বিদ্যুতের আবাসিক প্রকৌশলী খালিদ দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ
মার্চ ১১, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
সাতক্ষীরায় ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলীর ব্যাপক অনিয়ম ও দুর্নিীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত-০৯/০৩/২০১৮ তারিখে খুলনা জোনের ওজোপাডিকো সদর দপ্তর বয়রা বিদ্যুৎ ভবন থেকে এ আদেশ দেন ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউদ্দিন।

সাতক্ষীরাতে ব্যাপক অনিয়ম ও দুর্নিীতির অভিযোগে সাতক্ষীরা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো. খালিদ হোসেনকে বরগুনা জেলায় বদলী করা হয়েছে এবং মো. হাবিবুর রহমানকে সাতক্ষীরা ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী হিসেবে পদাস্থাপন করা হয়েছে।

গ্রাহক হয়রানী, গ্রাহকের অতিরিক্ত বিল দেওয়া, সরকারি বৈদ্যুতিক খুটি বিক্রয়, গ্রাহক ও অফিসের কর্মচারীদের সাথে খারাপ আচরণসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এব্যাপারে সাতক্ষীরার গ্রহক ও অফিসের কর্মচারীরা স্বস্থির নিঃশ্বাস ফেলেছে।