
আব্দুর রহমান মিন্টু :
সাতক্ষীরা ও কলারোয়ার ৪০ কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহন চলছে । ভোট কেন্দ্র গুলোতে সকাল থেকেই ছিল ভোটারদের দির্ঘ লাইন। পুরুষের পাশাপাশি মহিলারাও সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোট প্রয়োগের জন্য আসছে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য।
বুধবার সকাল ৮টা থেকে শুরুহয় এই ভোটগ্রহন। সাতক্ষীরা পৌর সভায় ৭৯ হাজার ৬‘শ ৩৪ জন ভোটার ৩১ টি ভোট কেন্দ্রে এবং কলারোয়া পৌর সভার ১৮ হাজার ৫‘শ ২৫ জন ভোটার ৯ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন শেষ করার জন্য আনসার বাহিনীর সদস্য ও পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক র্যাব মোতায়েন করা হয়েছে।
ভোট গ্রহনের পর থেকে এখনও প্রর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা শোনা যায়নি। ভোটাররা শান্তিপূর্ন ও উৎসব মূখর পরিবেশে ভোটদিতে পেরে আনন্দিত।
সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখাগেছে শতকরা প্রায় ৩০ভাগ ভোট গ্রহন হয়েছে।