
বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছে।
সাতক্ষীরা পৌরসভায় ৩১ টি কেন্দ্রের মধ্যে ২৪ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফলে জানাগেছে, বিএনপির প্রার্থী তাসকীন আহমেদ চিশতী পেয়েছেন ১২ হাজার ৬৭৭ ভোট, জাতীয় পার্টির শেখ আজহার হোসেন ১০ হাজার ২৭৮, স্বতন্ত্রপ্রার্থী নাছিম ফারুক খান মিঠু ৮ হাজার ৫৩১ ভোট এবং আওয়ামী লীগের মো: সাহাদাৎ হোসেন পেয়েছে ৬৩৯১ ভোট।
তবে অসমর্থিত সূত্র জানিয়েছে, প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপি’র প্রার্থী তাসকীন আহমেদ চিশতী এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী শেখ আজহার হোসেন।
এদিকে, কলারোয়া পৌর সভার ৯ কেন্দ্রের মধ্যে ৮ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আক্তারুল ইসলাম প্রায় ৭’শ ভোটে এগিয়ে রয়েছে বলে জানাগেছে। তবে অসর্থিত একটি সূত্র জানিয়েছে, ৯ কেন্দ্রে ৫৫৩৯ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী আক্তারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আরাফাত হোসেন পেয়েছেন ৩৯৭৩ ভোট।