
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৩ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ শপথ বাক্য পাঠ করান।
এসময় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম। সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সেলিম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২ ও ৩ নং ওয়ার্ড) জোস্ন্যা আরা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের অনীমা রানী, ৭, ৮ও ৯নং ওয়ার্ডের ফারহাদিবা খান সাথী। এসময় কলারোয়া পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ শপথ বাক্য পাঠ করেন। উল্লেখ্য একই দিনে খুলনা বিভাগের পৌরসভা সমূহের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।