
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে সুলতানুল আওলিয়া কুতুবুল আক্তার গাউছে জামান আরেফ বিল্লাহ আলহাজ্ব খান বাহাদুর আহছানউল্লাহ (রঃ) ৩ দিন ব্যাপী ৫২তম বার্ষিক ওরজ শরিফ ৮ ফেব্রুয়ারী সোমবার থেকে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যাবস্থাপনায় এবং নলতা পাক রওজা শরীফের খাদেম ও ওরজ শরীফ উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীনের সার্বিক তত্বাবধানে ইতিমধ্যে পবিত্র ওরজ শরীফের সার্বিক কার্যক্রম সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন হতে চলেছে। ৮,৯ও১০ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী এই ওরজ শরীফে দূর দূরান্ত এবং দেশ বিদেশের
ভক্তরা আসতে শুরু করেছে। তাদের জন্য থাকা খাওয়ার বেশ কয়েকটি গেস্ট হাউজ সহ স্কুল কলেজ অন্যান্য স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নলতা পাক রওজা শরীফ মাহাফিল স্থান পীর আম্মা মাজার শরীফ সহ অন্যান্য স্থান গেট প্যান্ডেল
লাইট দ্বারা সুসজ্জিত করা হয়েছে। এছাড়া নলতা হাইস্কুল মাঠে বসে বিশাল কেনাকাটার বাজার। তিন দিন এই ওরজ শরীফে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করে থাকে। এবছর পুলিশের পাশাপাশি র্যাব ও সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।