
আব্দুর রহিম ::
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আফরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব সমন্বয় ও সংস্কার পরিষদ এন.এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, নবাগত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবদুল লতিফ খান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পত্মী সৈয়েদা শামীমা সুলতানা আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ইনচার্জ মো. রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ৫০ শতক জমির উপর নির্মিত সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণ ও অবকাঠামো ব্যয় ৯০ লক্ষ টাকা। এ বিদ্যালয়ে বর্তমানে ১২০ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। কর্মরত শিক্ষক রয়েছে ৯ জন। এসময় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন।