
কামরুজ্জামান মোড়ল / রাহাত রাজা :
সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। রোববার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আহসাননগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর হোসেন তালা উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর হোসেন নছিমনযোগে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আহসাননগর এলাকায় পৌঁছুলে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। পরে তার মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।