
স্টাফ রিপোর্টার ॥
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা জেলা শহরের অদূরে গোপীনাথপুর এলাকায় মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রলি চালক আবু সিদ্দীককে আটক করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের অদূরে গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম হালিমা খাতুন। সে মাছখোলা গ্রামের আহত মটর সাইকেল চালক আব্দুল খালেকের মামী ও আহত অপরজন হল আব্দুল খালেকের স্ত্রী।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এ,এস,আই মালেক জানান, সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল খালেক মটরসাইকেলযোগে তার স্ত্রী ও মামীকে নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী আব্দুল খালেকের মামী মাছখোলা গ্রামের হালিমা খাতুন ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার সহকারী-উপ পরিদর্শক (এএসআই) কুদ্দুস ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, এ ঘটনায় ট্রলিচালক সিদ্দিককে আটক করা হয়েছে।