সাতক্ষীরায় চিশতি,কলারোয়ায় আক্তার পেল মেয়র পদে বিএনপির টিকিট


609 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায়  চিশতি,কলারোয়ায় আক্তার পেল মেয়র পদে বিএনপির টিকিট
ডিসেম্বর ১, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহমান :
সাতক্ষীরা পৌরসভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ চিশতী ও কলারোয়া পৌরসভায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স ম আক্তারুল ইসলাম চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। ফলে তারাই পাচ্ছেন ধানের শীষ প্রকীক।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

akter
আব্দুল আলীম বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ চিশতী এবং কলারোয়া পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স ম আক্তারুল ইসলাম ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিনের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম।
কেন্দ্রে যোগাযোগ করে জানতে পেরেছি- সাতক্ষীরা পৌরসভায় তাজকিন আহমেদ চিশতী ও কলারোয়া পৌরসভায় স ম আক্তারুল ইসলাম চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, কেন্দ্র থেকে মনোনয়নপ্রাপ্তদের পক্ষে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এদের মধ্যে স ম আক্তারুল ইসলাম কলারোয়া পৌরসভার সদ্য বহিষ্কৃত মেয়র।