
স্টাফ রিপোর্টার ::
এ্যাডভোকেট লাইসেন্স না পেয়ে বিভিন্ন সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তে এ্যাডভোকেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী কমিটির ০২/০৪/২০১৮ ইং তারিখের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম, শাহ আলম এবং সাধারণ সম্পাদক এ্যাড মোঃ ওসমান গনি স্বাক্ষরিত ২১ জন টাউটের নামের তালিকা থোষনা করা হয়েছে । সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের বিল্ডিংয়ে ২১ জনের নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা উল্লেখ পূর্বক জনসাধারণকে জানানো হয়েছে।
২১ জনের টাউট তালিকায় –
—————————————
১। নারগিস পারভিন, পিতা- নুরুল ইসলাম সাং- সোনাবাড়িয়া, থানা- কলারোয়া ২। পরিমল কুমার মন্ডল, পিতা- সুরেন্দ্র নাথ মন্ডল, সাং- নলতা, থানা-তালা, ৩। অসীম কুমার দাস, পিতা- কদমলাল দাস, সাং- আটারোই, থানা- তালা ৪। রুহুল আমীন, পিতা- আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার, সাং- শিমুল বাড়ীয়া, থানা- সাতক্ষীরা ৫। ইশার আলী, পিতা- আজিজ গাজী, সাং খরিয়াটি, থানা- আশাশুনি ৬। শেখ মাহাবুবর রহমান জয়নাল, পিতা- শেখ ওমর আলী, সাং- পলাশপোল, থানা, সাতক্ষীরা ৭। আব্দুর রশিদ, পিতা- সুন্দর আলি ঢালী, সাং- গোবিন্দপুর, থানা- শ্যামনগর, ৮। আবিদুল হক মুন্না, পিতা- মৃত ইমান আলী, সাং- রসুলপুর, থানা- সাতক্ষীরা ৯। রাশিদুজ্জামান সুমন, পিতা- শেখ আব্দুস সবুর, সাং- দক্ষিন কাটিয়া, থানা- সাতক্ষীরা ১০। আজিজুল ইসলাম খান, পিতা- আমজাদ আলী খান, সাং শাহাজাদপুর, থানা- তালা ১১। রওশনারা, পিতা- আরশাদ আলী, সাং- গোবিন্দপুর, থানা- শ্যামনগর ১২। গনেষচন্দ্র ঘোষ, পিতা- মৃত গৌর, সাং- পূর্ব নারায়নপুর, থানা-কালিগঞ্জ, ১৩ মুকুল হোসন, পিতা- মোক্তার আলী, সাং- উত্তর ভাদিয়ালী, থানা- কলারোয়া ১৪। মোঃ সুজাম উদ্দিন, পিতা- মোঃ কোফিল উ্িদ্দন, সাংÑ মাগুরাডাঙ্গা, থানা- তালা ১৫। বিপ্লব, পিতা- সুধীর মন্ডল, সাংÑ মাগুরাডাঙ্গা, থানা- তালা ১৬। জি,এম, ফিরোজ আহমেদ, পিতা- তৈয়বুর আলী, সাংÑ শ্রীফলকাটি, থানা- শ্যামনগর ১৭। স্যামুয়েল ফেরদৌস পলাশ, পিতা- মৃত আহাদ আলী, সাং- গোবরদাড়ী, (কাশেমপুর), থানা- সাতক্ষীরা। ১৮। এ,বি,এম, হাবিব রনি, পিতা- আব্দুল্লাহ, সাং- পলাশপোল, থানা- সাতক্ষীরা ১৯। মনির হোসেন, পিতা- আব্দুল মান্নান গাজী, সাং- শৈলখালি, থানা- শ্যামনগর ২০। নুর আলম সিদ্দিক (আলম), পিতা- মোঃ নুর হোসেন, সাং- পুরাতন সাতক্ষীরা থানা- সাতক্ষীরা ২১। মোঃ লিয়াকাত আলী, পিতা- মোঃ ফজলুল হক গাজী, সাং- মানিকপুর, পোষ্ট- নুর নগর, থানা- শ্যামনগর সর্বজেলা- সাতক্ষীরা।