
বিশেষ প্রতিনিধি :
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মজিদের সাথে মত বিনিময় করেছে ল স্টুডেন্টস ফোরাম। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক নুরুন্নবী খান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক মীর আবু বকর, অর্থ সম্পাদক নূর আলী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বুশরা তাহসীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলুর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জি এম সালাহউদ্দীন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুন নাহার, আনারুল ইসলাম, মনোয়ারা পারভীন মিলি প্রমুখ। মত বিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মজিদ বলেন, আইন মহান পেশা। এ পেশার মাধ্যমে মানুষের সাথে কাজ করা যায়। অসহায় নিপীড়িত মানুষের পক্ষে আইনী সহায়তা প্রদানে এ পেশার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, মানুষের কল্যানে কাজ করলে যে তৃপ্তি পাওয়া যায় সে তৃপ্তি আর কোথাও পাওয়া যায় না। তিনি মানুষের কল্যানে কাজ করার জন্য ল স্টুডেন্টস ফোরামের সকল সদস্যকে আহবান জানান। এ সময় ল স্টুডেন্টস ফোরামের সদস্যরা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।