
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাতক্ষীা সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, ৩৪ বিজিবি’র অধিনায়ক মাকছুদ আহম্মদ পিএসসি,৩৮ বিজিবি’র উপ-অধিনায়ক মোজাম্মেল হক, সিভিল সার্জন উৎপল দেবনাথ, জিজিএফআই’র অতিরিক্ত পরিচালক মোঃ আবু তাহের মন্ডল, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, অধ্যক্ষ আবু আহমেদ, পিপিএড. ওসমান গনি, বিশ্বজিৎ সাধু, মনোরঞ্জন মুখার্জী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস প্রমুখ। জেলায় জানুয়ারী মাসে থানাওয়ারী অপরাধ বিবরণীতে মামলা সংখ্যা দেখানো হয়েছে ১৭৭টি। গত মাসের তুলনায় মামলার সংখ্যা কম এছাড়াও ২০১৩ সালে নাশকতা মামলায় ১৪টি মামলার মধ্যে ১২টি মামলা আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। দুটি মামলা তদন্তনাধীন আছে। প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার অগ্রগতি পর্যালোচনা, আলতাফ হত্যা মামলার অগ্রগতি, নাশকতা মামলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মামলার জট কমানো, ওয়াজ মাহফিলে কোন সরকার বিরোধী বা সহিংসহা সৃষ্টি হয় এমন কোন ওয়াজ মাহফিলের আয়োজন, অবৈধ স্থাপনা, সড়ক দূঘর্টনা রোধ সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। এসময় জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল।