
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্তিত ছিলেন, কমিটির উপদেষ্টা মন্ডিলির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।এছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল জলিল, সিভিল সার্জেন সালেহ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: মোদ্দাচ্ছের হোসেন, সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক মেজর নজির আহমেদ বকশিসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও জেলা আইন সৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সংগঠিত অপরাধ বিবরনী পর্যালোচনা, সড়ক দূর্ঘটনা নিরসন, জলাবদ্ধতা নিরাসনে নেট-পাটা অপসারন ও সুইজ গেট সংস্কার, জননিরাপত্তা, মানব পাচার, মাদকদ্রব্য, চোরাচালান বিদ্যমান মামলার জট কমানোর প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণকরা ও অপরাধ দমনে মোবাইল কোট পরিচালনা , মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।