
আসাদুজ্জামান ঃ
বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষনা করা হয়েছে। এর মধ্যে মস্পাদক মন্ডলিতে ৩৭ জন ও সদস্য পদে ৩৪ জন রয়েছেন। ৭১ সদস্যের মধ্যে সহ-সভাপতি আবু নাসিম ময়না সম্প্রতি মারা গেছেন। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন ৩১ জন ।
রোববার সকাল ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উক্ত কমিটির নাম ঘোষনা করেন।
২০১৫ সালে ৭ ফেব্রুয়ারী সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলাহাজ্ব নজরুল ইসলাম।
দীর্ঘ এক বছর দুই মাস পর জেলা আওয়ামী লীগের এই নতুন কমিটি ঘোষনা করা হলো।
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হকসহ ৯ জন, যুগ্ম সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবু আহমেদসহ তিনজন, সাংগাঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তিনজন, অন্যান্য সম্পাদক পদে ২০জন এবং সাধারন সদস্য পদে ৩৪ জনসহ ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষনা করা হয়েছে। একই সাথে উপদেষ্টা পরিষদে রয়েছেন ৩১ জন।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ, ফিরোজ আহম্মেদ, আবু সায়ীদ, হারুন-অর-রশিদ প্রমুখ।