
শেখ আরিফুল ইসলাম আশা ::
স্বল্পোন্নত দেশের স্টাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উৎযাপন ও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে, সাতক্ষীরায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা আব্দুর রাজ্জাকপার্ক হতে সোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষীন করে আনসার ক্যাম্পে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কমান্ডেন্ট আনসার ভিডিপির কে এম মনিরুল ইসালাম, আনসার ভিডিপির থানা প্রশিক্ষক মেহেদি হাসান, এসার আলী, ব্যাটিলিয়ান পিসি হাবীবুল ইসলাম প্রমুখ।
##