
সাতক্ষীরা জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি(বাপসা)’র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রাক্তন সভাপতি আব্দুল হাকিম। সভায় কমিটি গঠন ও সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে সদরের ঝাউডাঙ্গা ইউপি সচিব মো. আব্দুল হাকিমকে সভাপতি ও ভোমরা ইউপি সচিব কাঞ্চন কুমার দে কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনঃগঠন করা হয়। নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ নবাগত জেলা প্রশাসক কে ফুলের শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি