
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তি ও নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তির কান ধরে উঠবস করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেনের-(২) সভাপতিত্বে ও এড. মোঃ আকবর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন এড. আব্দুল মজিদ-(২), এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. আব্দুস সাত্তার-(১), এড. আশরাফুল আলম, এড. শহীদউল্লাহ-(১), এড. সোমনাথ ব্যাণার্জী, এড. সরদার আমজাদ, এড. শেখ শাহরিয়ার হাসীব, এড. মহিদুল ইসলাম, এড. সরদার সাইফ, এড. নূরুল আমিন, এড. অসীম কুমার মন্ডল, এড. তোহা কামাল উদ্দীন হিরা, এড. ইয়াসিন হাবীব, এড. আব্দুস সামাদ-(৬), এড. আবু সাইদ রাজা প্রমূখ। এসময় বক্তারা বলেন, বিএনপি ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে ধ্বংস করতে সরকার একের পর এক মামলা দিয়ে তাকে হয়রানি করছে। সাথে সাথে বাংলাদেশ আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়াকেও একই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করার আহবান জানান। অপরদিকে নারায়ণগঞ্জে একজন প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে সংসদ সদস্য দ্বারা জোর পূর্বক জন সম্মূখে কান ধরে উঠবস করানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উঠবস করানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানান।##
প্রেস বিজ্ঞপ্তি