
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলিকে বুধবার ভোরে তার বাড়ি শহরের রাজারবাগান থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে জেলা জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত ২২ জানুয়ারি তাকে আটটি মামলায় গ্রেফতার করা হয়। এসব মামলায় জামিন নিয়ে গত ১০ জুন বাড়ি ফেরেন মোহাম্মদ আলি।