
কাজী জাহিদ আহম্মেদ :
সাতক্ষীরায় নাশকতার অভিযোগে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে জেলা জামায়াতের সুরা সদস্য মহিলা রোকন সাহানা বেগম ও ১৪ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১৫ জন সহ নিয়মিত মামলার ১২ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভোর যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থেকে ২জন, তালায় ৩জন, কালিগঞ্জে ৫ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ২ জন, শামনগরে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।