
স্টাফ রিপোর্টার :
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ শীর্ষক এক সংবাদ সম্মেলন সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: সিরাজুল হক মল্লিক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি এ সময় বলেন, মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শ্শিু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অতœকর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে সদর উপজেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগিতায় জেলা তথ্য অফিস বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন ঘটিকায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এম.কামরুজ্জামানসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।