সাতক্ষীরা জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন চান দলীয় ৫ নেতা


396 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন চান দলীয় ৫ নেতা
সেপ্টেম্বর ৮, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট ::

আগামী ১৭ অক্টোবর সারাদেশে ৬১ জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদকসহ ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২) বেলা সাড়ে ১১টায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো: নজরুল ইসলাম।

ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ের আগে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র এবং শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে। তবে, সাতক্ষীরা জেলা পরিষদে উপরোক্ত ৫জন ছাড়া আর কারো মনোনয়নপত্র সংগ্রহ করার সম্ভাবনা কম। আগামী ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চুড়ান্ত হবে বলে জানা গেছে।