
চেয়ারম্যান পদে ২, সংরক্ষত মহিলা সদস্য পদে ১১ ও সদস্য পদে ২৭ জনের মনোনয়রপত্র জমা
॥ শাহিদুর রহমান ॥
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সদস্য পদে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ সময়।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের মো: নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম. খলিলউল্লাহ ঝড়ু। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারন সদস্য পদে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে জেলার ৭টি উপজেলা ও ২টি পৌর সভার মোট ১ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। তিনি বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়পত্র জমা দেয়ার পর মো: নজরুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। তিনি বলেন বিগত সময়ে আমি জনগনের পাশে থেকে কাজ করেছি। কোন মানুষ আমার কাছে এসে ফিরে যায়নি। এলাকার উন্নয়নে আমি সব সময় স্বোচ্চার ছিলাম।আবারও নির্বাচিত হতে পারলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
সাতক্ষীরা জেলা পরিষদের মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৭ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৬৪৮ ভোট পেয়ে জেলা আওয়ামীলীগের তৎকালিন সভাপতি ও দলীয় মনোনয়ন প্রাপ্ত মুনসুর আহমেদকে হারিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী এম. খলিলুল্লাহ ঝড়ু। তিনি সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটিডের চেয়ারম্যান, ঢাকাস্থ সাতক্ষীরা জনসমিতির সভাপতি। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের দাপুটে নেতা ছিলেন । তিনি ১৯৭৬ সালে জেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক এবং ১৯৭৭ সালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আহবায়কের দাযিত্ব পান করেন। ১৯৮০ সালে এম খলিলুল্লাহ ঝড়ু সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। ১৯৮০ সালের পর থেকে তিনি আর রাজনীতিতে স্বক্রিয় ছিলেন না। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোন পদপদবিতে নেই। তবে বরাবরি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতার স্বপক্ষের মানুষ তিনি।
এম. খলিলুল্লাহ ঝড়ু মনোনয়নপত্র জমা দেয়ার পর বলেন, অনেক আগে থেকে আমি জনগণের জন্য কাজ করছি। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমি পক্ষপাত ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করব। উন্নয়ন বঞ্চিত এলাকায় বিশেষ বরাদ্দের ব্যবস্থা করব।
তিনি আরও বলেন আইলা, সিডর, আম্পানসহ সাতক্ষীরায় যেসব দুর্যোগ হয়েছে আমি সে সময় অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তাদের বাড়িতে বাড়িতে খাদ্য, খাবার পানি, বাড়ি-ঘর নির্মান সামগ্রী পৌছে দিয়েছি।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ বলেন, চেয়ারম্যান পদে ২ জন , সংরক্ষিত মহিলা সদস্য পদে (৩টি পদে) ১১ জন এবং সদস্য পদে ( ৭টি পদ) মোট ২৭ জন মনোনয়রপত্র জমা দিয়েছেন।