
॥ হেলাল উদ্দীন ॥
সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে জেলার ২২ লক্ষ নাগরিকের মাঝে রীতিমতো উৎসবের আমেজ বইছে।সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলামকে বিজয়ী করতে গণসংযোগ করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।জেলার ১ হাজার ৫৯ জন নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ভোটারদের নিয়ে মতবিনিময় এবং সভা-সমাবেশও করছেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরদার জাকির হোসেন সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও চেয়ারম্যান তালা সদর উপজেলা শাখা, মিজানুর রহমান (মিজান) সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখা,তানভীর আহমেদ সুজন ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, প্রভাষক মইনুল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখা, কাজী নজরুল ইসলাম হিল্লোল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখা, খান মোঃ আফজাল হোসেন যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং ধানদিয়া ইউনিয়ন শাখা।
বিভিন্ন সভায় বক্তৃতাকালে জেলার উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।