
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, গত বছরের ন্যায় এবারও সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে তিনদিনব্যাপী এক জাকজমকপূর্ণ বর্ষবরণ অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। তবে এবারের মেলা পয়লা বৈশাখের পরিবর্তে দোসরা বৈশাখ থেকে চৌঠা বৈশাখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল চারটায় শুরু হওয়া উক্ত মেলা পুতুলনাচ, লাঠি খেলা, সাপ খেলা, জাদু প্রদর্শণী, সার্কাস, ঘোড়দৌড়, ঘুড়ি উৎসব, বাউলগান, জারিগান, পালাগান, পটগান, পল্লীগীতি, ভাটিয়ালী, যাত্রাপালাসহ বাঙালী সংস্কৃতির রকমারী সম্ভারে পরিপূর্ণ থাকবে। এছাড়াও বিশেষ আকর্ষন হিসেবে থাকবে কুষ্টিয়া থেকে আগত শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত, রংপুর থেকে আগত শিল্পীদের পরিবেশনায় ভাওয়াইয়া এবং চাঁপাই নবাবগঞ্জ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় গম্ভীরা।
নববর্ষের অন্যতম আকর্ষণ হিসেবে দোসরা বৈশাখ সকাল সাতটায় এসপি বাংলো হতে হাতি, ঘোড়া, গরুর গাড়ী, পালকীসহ ঐতিহ্যবাহী বাঙালী সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকেল সাড়ে তিনটায় পুলিশ লাই›স মাঠে এক ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত মেলা, র্যালী ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।