সাতক্ষীরা জেলা পুলিশের কৌশলগত পরিকল্পনা সভা অনুষ্ঠিত : মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ পুলিশ সুপারের


667 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা জেলা পুলিশের কৌশলগত পরিকল্পনা সভা অনুষ্ঠিত : মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ পুলিশ সুপারের
জুলাই ১২, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

রোববার বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের সন্মেলন কক্ষে জেলা পুলিশের কৌশলগত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার, সাতক্ষীরার সভাপতিত্বে উক্ত কৌশলগত পরিকল্পনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাতক্ষীরা সার্কেল, সাতক্ষীরা মোঃ আনোয়ার সাইদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরা মীর মনির হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা বিশেষ শাখার ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ জেলা পুলিশের মোট ৪৪ বিটের বিট অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার, সাতক্ষীরা জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের রমযান মাসের আইন-শৃংখলা পরিস্থিতি খুবই ভাল উল্লেখ করে রমযান এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কোন দুষ্কৃতিকারী চক্র যাতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষে সকলকে সর্তকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। জেলা হতে মাদক অনেকাংশে নির্মূল হলেও সম্প্রতি ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা পুনরায় তৎপরতা শুরু করেছে উল্লেখ করে সমাজ থেকে মাদক দূর করতে আরো কঠোর হওয়ার পরার্মশ প্রদান করেন। সভায় নিয়মিত মামলার আসামীসহ অধিকহারে গ্রেফতারী পরোয়ানা তামিলের প্রতি সকল পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। কোন পুলিশ সদস্য অসুদপায় ও নিয়ম-শৃংখলা পরিপন্থী কোন কাজ করলে তাকে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সন্মুখীন হতে হবে হুশিয়ারি প্রদান করে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বিকেল ৫টায়
সভাপতি মহোদয় উক্ত কৌশলগত পরিকল্পনা সভার সমাপ্তি ঘোষণা করেন। শেষে জেলার প্রত্যেক বিট অফিসারদের সরকারি সিমসহ মোবাইল সেট এবং জনসাধারণের নিকট বিতরণের জন্য বিট অফিসারদের ভিজিটিং কার্ড প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি