সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা


62 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা
মে ২৫, ২০২৩ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল আলম মুন্না ::

সাতক্ষীরা জেলা পুলিশের এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিচ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তিপহ ট্রাফিক আইনের প্র‍য়োগ ইত্যাদি বিষয় আলোচনায় গুরুত্ব পায়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের বিট পুলিশিং কার্যক্রম সম্পূর্ণ এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী সভা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন এবং সাতক্ষীরার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।