সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে রাইফেল ক্লাবের সৌজন্য সাক্ষাত


544 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে রাইফেল ক্লাবের সৌজন্য সাক্ষাত
মার্চ ১৭, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আশরাফুল আলম ::
সাতক্ষীরা রাইফেল ক্লাবের কৃতি শ্যূটার তৌফিকা সুলতানা রজনী। জাতীয় শ্যূটিং ফেডারেশন আয়োজিত ৩য় ইয়ুথ গেমস এ .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল রৌপ পদক অর্জন করেছে। সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি ও সম্মানিত জেলা প্রশাসাক জনাব মোঃ ইফতেখার হোসেন তাকে ফুলের শুভেচ্ছা জানান অদ্য ১৭ মার্চ ২০১৮ সকাল ১১টায় জেলা প্রশাসক বাংলোই ঢাকা থেকে ফিরে প্রতিযোগিতাই অংশ গ্রহনকারি দল জেলা প্রশাসক মহাদয়ের সাথে সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রাইফেল কা¬বের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (বাবু), যুগ্ন সম্পাদক এনছান বাহার বুলবুল, অফিস সম্পাদক ও টিম ম্যানেজার জিএম শহীদুল ইসলাম, আজীবন সদস্য সাংবদিক মোতাফিজুর রহমান উজ্জল,তাজুল আহম্মেদ রিপন, আব্দুল আলিম,বাংলাদেশ যুব গেমস ২০১৮ অংশ গ্রহনকারি জেলা শ্যূটিং টিমের স্পসর লেকভিউ এর পরিচালক মিঃ তমাল, পদক প্রাপ্ত শ্যূটারের বাবা রজব আলী সহ শ্যূটার মোঃ ইসা গাজী, আকিব খান চৌঃ শিশির ,মোস্তফা কামাল নয়ন,নিবিড়,ইসরাত আনোয়ার, সিলভিয়া সুলতানা,সিনথিয়া সুলতানা,আয়শা খাতুন,সুমাইয়া ইসলাম লামিয়া, রাখি, প্রমূখ্য।