
আব্দুর রহমান মিন্টু :
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা সার্কিট হাউজে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদস সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যের উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জর্জ জোয়াদ্দার মো: আমিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, পৌর মেয়র এম এ জলিল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট নিতাই চন্দ্র শাহ, সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক নজির আহমেদ বকশি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মহাসীন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, সাবেক কমান্ডার ইনামুল হক বিশ্বাস, সিনিয়র সাংবাদিক অ্যাড: এ কে এম শহীদ উল্যাহ্, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ অহেদুজ্জামান, সিভিল সার্জন ডা: সালেহ আহম্মেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড: আবুল হোসেন, জর্জ আদালতের পিপি অ্যাড: ওসমান গণি, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, সাংবাদিক অরুন ব্যানার্জি, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক মোজাফফর রহমান, কালের চিত্রের নির্বাহী সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আসাদুজ্জামান, রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।