
নাজমুল আলম মুন্না ::
“শ্রমিক মালিক গড়ব দেশ এগিয়ে যাবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান মে দিবস উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সদ্য উপ-সচিব পদে পদোন্নতি পাওয়া এ,এফ,এম এহতেশামূল হকের সঞ্চালনায়
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশের মোঃ মহিউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সদ্য উপ-সচিব পদে পদোন্নতি পাওয়া অরুন কুমার মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছফিয়া সিরাত, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর কাউন্সিলর শফিক উদ্ দৌলা সাগর, যুবউন্নয়ন কর্মকর্তা মো :আব্দুল কাদের, জেল সুপার মোঃ আবু জাহেদ, কালিগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শ্রমীক ইউনিয়নের নের্তৃবৃন্দ।