
স্টাফ রিপোর্টার :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের ৪ বছর মেয়াদী নির্বাচন সম্পন্ন হয়েছে। ডিএফএ ভবনে বৃহস্পতিবার বেলা ১১ টায় নির্বাচন শুরু হয়ে বিরতীহীন ভাবে ভোট গ্রহন চলে বিকাল ৩টা পর্যন্ত। জেলার ৭টি উপজেলা থেকে ডিএফএ অন্তর্ভুক্ত সকল ক্লাব স্বতস্ফুর্তভাবে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ডিএফএ’র ৪ বছর মেয়াদী এ নির্বাচনে দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিহ হয়। বারবার সভাপতি পদে নির্বাচিত ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের প্যানেল নিরুঙ্কুস ভাবে জয়লাভ করে। শুক্রবার দুপুরে নবনির্বাচিত প্যানেলের সদস্যরা সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন এডিএমএসএম মোস্তফা কামাল, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। নির্বাচনে সভাপতি পদে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছে ০৭ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন মো. আহম্মেদ আলী সরদার ও মোমিনউল্লাহ। ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন শেখ মাসুদ আলী। সদস্য পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন ফারহা দিবা খান সাথি। ২৬ ভোট পেয়ে নির্বাচিত আনোয়ার হোসেন। ইমাদুল হক খান ২৬ ভোট, গোলাম ফারুক বাবু ২৫ ভোট, আবুল কাশেম বাবুর আলী ২৪ ভোট, আব্দুস সামাদ ২৩ ভোট, সম সেলিম রেজা ২২ ভোট, শেখ আব্দুল কাদের ১৯ ভোট, সামসুদ্দোজা খান মিল্টন ১৯ ভোট পেয়ে মোট ৯ জন সদস্য পদে নির্বাচিত হন।