
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় ব্যতিক্রম ধর্মী একটি সংগঠন জেলা ভ্যাসপা পরিবারের বাৎসরিক পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় মোজাহারের পেট্রোল পাম্বের সামনে সাতক্ষীরা জেলা ভ্যাসপা পরিবারের নিজস্ব কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভ্যাসপা পরিবারের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিক ঢালী, সাংগঠনিক সম্পাদক এড. পঙ্কজ কুমার মল্লিক, দপ্তর সম্পাদক কাজী জাফর আনোয়ার, সদস্য সিরাজুল ইসলাম, অধ্যাপক শফি কামাল, অধ্যাপক নওশের আলী, শেখ আব্দুল মালেক খাজা প্রমুখ। বক্তারা বলেন, আমাদের এ সংগঠনটি ২০১৩ সালে পথ চলা শুরু করে। বর্তমানে এ সংগঠনের মাধ্যমে আমরা সংগঠনের সদস্যদের সঞ্চয়, আর্থিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছ্ড়াা এ সংগঠনটি জেলাসহ দেশের বিভিন্ন স্থানের ভ্যাসপা পরিবারের সদস্যদের সুসংগঠিত করবে। আলোচনা সভা শেষে সকল সদস্য প্রীতিভোজে অংশ নেয়।