
নূরুজ্জামান রিকো, সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা রোববার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভানেত্রী ,সাবেক এমপি বেগম ফরিদা রহমান।
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রিফাত আমিন এমপি সমবেশে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি েিহসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা বেগম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , কেন্দ্রীয় সদস্য তরিকুল হাসান বীথি প্রমুখ।
বক্তারা বলেন, মহিলা আওয়ামী লীগ দেশ গঠনে ভূমিকা রাখছে। মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে।
সমাবেশে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিলা আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।