সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নানের বহিস্কারের দাবীতে ছাত্রলীগের মানববন্ধন


1250 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নানের বহিস্কারের দাবীতে ছাত্রলীগের মানববন্ধন
এপ্রিল ১, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ইব্রাহিম খলিল :
সাতক্ষীরায় ২৬ মার্চ মহান স্বাধীনাতা দিবসের আলোচনা সভায় হামলাকারি যুবলীগের সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ ।তারা সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নানকে বহিস্কারের দাবী জানিয়েছে ।
রোববার বিকাল ৫ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগাঠনিক সম্পাদক শেখ নাইম হাচন, মনির হোসেন, সাইফুল ইসলাম, অনিক, জামান, নাহিদ, ওসমান, প্রদীপ প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৬ মার্চ আলোচনা সভায় যুবলীগের হামলায় আহত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। যুবলীগের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে সেদিন হামলা করে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দকে মারপিট করে। বক্তার মুল পরিকল্পনাকারি জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে দল থেকে বহিস্কার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
###