
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট সাতক্ষীরা সদর উপজেলা শাখার নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ডিকেআইবি নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রতাপ কুমার পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি জেলা শাখার সভাপতি শেখ হাসান রেজা, সাধারণ সম্পাদক অমল কুমার ব্যানার্জী প্রমুখ। নব নির্বাচিত কমিটির সভাপতি কিরন্ময় সরকার, সিনিয়র সহ সভাপতি মো. তয়জুল ইসলাম, সহ সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক সীমন্ত কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক নীলকষ্ঠ সরকার, অর্থ সম্পাদক এসএম ইকবাল আহমেদ, দপ্তর সম্পাদক বিশ^জিত দাশ, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. ইমরুল কবির, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আফরোজ, নির্বাহী সদস্য আফিফা খাতুন।