
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার অফিস সহায়ক আলাউদ্দিনের বিরুদ্ধে জাল জালিয়াতি পূর্বক এক মহিলার জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের আব্দুস সবুরের স্ত্রী নাজমা খানম এই অভিযোগ করেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মাগুরা গোপীনাথপুর মৌজার সিএস ৬৭০, এসএ ৭১৫ খতিয়ানের ৯৬ দাগে ৮৫ শতক ৯৭ দাগে ২১ শতক জমি ক্রয় করে আমিসহ আমার বোন জেসমিন আরা, শাহানারা বেগম ও নাজরিন বেগম ভোগ করতে থাকি। সম্প্রতি জাল কাগজপত্র সৃষ্টি করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার অফিস সহায়ক আলাউদ্দিন, তার সহযোগী মহব্বত আলী, মনিরুজ্জামান ও চঞ্চল পরস্পর যোগসাজশে ওই জমি দখলের চেষ্টা চালাতে থাকে এবং ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আলাউদ্দিন আমাদের হুমকি দিয়ে বলে, আমি জেলা প্রশাসক অফিসে চাকরি করি। এক লক্ষ টাকা দিলে জমি আর দখল হবে না এবং ওই টাকা সে স্যারকে দেবে। কিন্তু টাকা না দেওয়ায় উল্লিখিত দুর্বৃত্তরা এ পর্যন্ত আমাদের নামে ১১টি মিথ্যা মামলা করিয়েছে এবং হয়রানি অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে তিনি হয়রানি থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ##