
অনলাইন ডেস্ক ::
সাতক্ষীরা থেকে হারিয়ে যাচ্ছে সারিষা মাড়াই করা ঘাইনগাছ। জেলার ৭৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে কম বেশি সারিষা মাড়াইকল দেখা যেতো। কিন্তু সেটি এখন প্রায় বিলপ্তি পথে। যদিও জেলার দুই একটি স্থানে ঘাইনগাছ থাকলও তা এখন কালের সাক্ষী হিসেবে।
বিশেষ করে জেলার পাটকেলঘাটা, ঝউডাঙ্গা, ধুলিহর, বুধহাটা, ভালুকা চাঁদপুর, দক্ষিণ ফিংড়ী, ফিংড়ী, আশাশুনিসহ বিভিন্ন এলাকায় ঘাইনগাছের সবচেয়ে বেশি প্রচলন ছিল।
তৎকালীন সময় গ্রামের মানুষ বেতের তৈরি ধামায় করে সরিষা, নারকেল মাড়াই করার জন্য নিয়ে যেতো যেখানে ঘাইনগাছ ছিল সেখানে। এই ঘাইনগাছ টানার জন্য বলদ বা ঘোড়া ব্যবহার করা হতো। বলদ বা ঘোড়ার দুই চোখে ঠুসি দিয়ে বন্ধ করে দেওয়া হতো।
এসময় সাধুখাঁ ও দাইরা সকাল থেকে শুরু করে সারাদিন ঘাইনগাছে বসে গান গাইতো। কালের পরিবর্তনে বিলুপ্তি হতে যাচ্ছে সেই ঐতিহ্য ঘাইনগাছ।
##