
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ২০১১-২০১২ সেশনের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিভিল ও ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা শেখ মেহেরুল আলম মনি, নবজীবন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোল্যা, উপাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম এবং রেজিষ্ট্রার খান ফাহিম আল ফুয়াদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান আকরাম হোসেন এবং ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান নার্গিস খানম, বিদায়ী ছাত্র উৎস সাহা, শাহরিয়ার আলমগীর সোহাগ, ওয়াসিউল আলম, রাশেদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের শিক্ষা দীক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি সৎ চরিত্র গঠন এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের প্রস্থান আগামী দিনের ভবিষ্যৎ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে সঠিক লক্ষ্যে পৌছাতে হবে। সাথে সাথে নবজীবনের অগ্রদুত হিসেবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ নবজীবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকট্রিক্যাল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর বাচ্চু মুন্সী।