
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জেলা সাংস্কৃতিক পরিষদ নেতৃবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা অফিসার্স ক্লাবে জেলা সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবীর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, জেলা সাংস্কৃতিক পরিষদ একটি মাদার অর্গানাইজেশন সংগঠন। এর বর্তমান স্থবির অবস্থা থেকে উত্তোরণ ঘটিয়ে জেলা সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগমান করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী তিন মাসের মধ্যে জেলা সাংস্কৃতিক পরিষদকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিডিএলজি’র উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এফ এহতেশামূল হক, জেলা সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হেনরী সরদার, যুগ্ম সম্পাদক কন্ঠ শিল্পী আবু আফফান রোজ বাবু, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, অর্থ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মহিলা সম্পাদিকা ফারহা দীবা খান সাথী, প্রতœতত্ব সম্পাদক কাজী মাসুদুল হক, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, দপ্তর সম্পাদক আমান উল্লাহ, প্রচার সম্পাদক ইউনুচ আলী, ক্রীড়া সম্পাদক মাকসুদার রহমান খান চৌধুরী সুজা, নাট্য সম্পাদক বরুন ব্যানার্জী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, শহিদুর রহমান, সৈয়দ একতেদার আলী, আক্তারুজ্জামান কাজল প্রমুখ, জেলা সাংস্কৃতিক পরিষদ নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক-কে ফুলের শুভেচ্ছা জানান।