
আশরাফুল আলম ও শেখ মাহাবুব ::
সাতক্ষীরা জেলা শহরের নিউ মার্কেট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক গোবিন্দ দাশ (৫০) নিহত হয়েছে। সোমবার বিকাল ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত গোবিন্দ দাশ সাতক্ষীরার আশাশুনি ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি জেলার কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামে। পিতার নাম নির্মল কুমার দাশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দ দাশ মটরসাইকেলযোগে নিউমার্কেট এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদের কাছে তার সরকারি মোবাইল নাম্বারে বার বার রিং দিলেও তিনি রিসিভ করেননি।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতট ট্রাকটি দ্রুত পালিয়েগেছে। আটকের চেষ্টা চলছে।
##