
ইব্রাহিম খলিল :
সাতক্ষীরা পল্লী মঙ্গলস্কুল এন্ড কলেজে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা স্কুলের তিনটি অফিসের দরজা ভেঙ্গে একটি ল্যাপটব ও নগদ সাতহাজার টাকা চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, সকালে নৈশ প্রহরী তাকে খবর দেয় স্কুলে চুরি সংঘটিত হয়েছে। তিনি স্কুলে এসে দেখেন স্কুলের অফিস, কলেজের অফিস ও ভোকেশনালের অফিসের তিনটি অফিসের দরজা ভেঙ্গে চোরেরা একটি ল্যাপটব ও নগদ সাতহাজার টাকা নিয়ে যায়। নৈশ প্রহরী তখন ঘুমিয়ে ছিল বলে তিনি জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ইতিমধ্যে চুরির রহস্য উৎঘাটনে কাজ করছে বলে তিনি জানান।