
ডেস্ক রিপোর্ট ::
সাতক্ষীরা শহরে ১৬ দলীয় নকআউট ক্রিকেট পার্ক প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় সাতক্ষীরা প্রেসক্লাব একাদশ বিপুল রানে জয়লাভ করেছে।
বুধবার (১৬ জানুয়ারি) বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুই দিন ব্যাপি এ খেলায় রাজ্জাক পার্কস্থ সবুজ সংঘ ও সাতক্ষীরা প্রেসক্লাব একাদশের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়। ছয় ওভারের এ খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দুই উইকেটে ৮৪ রান করে সাতক্ষীরা প্রেসক্লাব একাদশ। জবাবে ৪১ রান করে সবুজ সংঘ একাদশ। খেলায় ৪৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরা প্রেসক্লাব একাদশের খেলোয়ার মো. ইব্রাহিম খলিল। সাথে দুর্দান্ত খেলা করেছেন একই দলের ক্যাপটেন আজিজুলও। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ হোসেন বাবু ও হিরন।