
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা পি.এন. বিয়াম ল্যাবরেটরী স্কুলের বিজ্ঞানাগার ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা পি.এন. বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপ্যাল ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদীর সভাপতিত্বে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রায় ১৬লক্ষ টাকা ব্যয়ে এ বিজ্ঞানাগার ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পি.এন. বিয়াম ল্যাবরেটরী স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ইমদাদুল হক, সিনিয়র শিক্ষক মঞ্জুরুল হক, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বাবলু আহমেদ, অনিমেষ সরকার, জেলা প্রশাসনের নাজির খাজা শাহাবুদ্দিন প্রমুখ।